সুপার টাইফুনে পরিণত হলো ‘ফাং-ওয়ং’, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয়া হয়েছে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলের ১ লাখের বেশি বাসিন্দাকে। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় দিনের শেষের দিকে স্থলভাগে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে ৩ নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। ফিলিপাইনের লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ ৫ নাম্বার সতর্কতা সংকেত জারি করা হয়েছে।