শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১৩, ২৪ অক্টোবর ২০২৫

ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সদ্য সংবাদ

‎‎ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সাথে যুক্ত করতে চিলমারী-রৌমারী রুটে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৪ অক্টোবর) চিলমারী নদীবন্দর এলাকায় সকাল হতে দিনব্যাপী চলে এই কর্মসূচি। এটি আয়োজন করেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ। জনমত ও গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

‎‎এসময় জনমত ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়া সদস্যরা বলেন, 'বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে সময় লাগে কয়েকঘন্টা। বর্ষার সময় নদী উত্তাল থাকে সেই সময় পাড়াপাড়ে ঝুঁকি থাকে। এই রুটে সেতু নির্মান হলে যাতায়াতে অনেক ভুমিকা রাখবে। সেই সাথে চিলমারী-রৌমারী-রাজিবপুরের মানুষের সকল দিক থেকে উন্নিত হবে। এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা রাজিবপুর হতে কুড়িগ্রাম জেলা শহরে পড়াশোনা করেন তাদের জন্য নদীপারে ভোগান্তি থেকেই যাচ্ছে, সেতু হলে এটা ঘটবে না।'

‎‎ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মাজু ইব্রাহিম বলেন, 'এ সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। আজকের জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি জানাবে এই অঞ্চলের মানুষের এই সেতুর প্রয়োজন আছে কিনা। আমরা আজকের এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাবো দ্রুত এই সেতু বাস্তবায়নে। এই সেতু হলে ৪ টি বিভাগের সঙে যোগাযোগ ব্যবস্থা হবে। ঢাকার সাথেও দুরুত্ব কমে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। তাই আমরা আশা রাখি ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়ন হবে। এই দাবি এই অঞ্চলের সকলেরই দাবি।'

গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।

আতিকুর রহমান/এমটি

সর্বশেষ