শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ১৯ অক্টোবর ২০২৫

প্রতীক বাছাইয়ে আজই শেষ দিন এনসিপির

প্রতীক বাছাইয়ে আজই শেষ দিন এনসিপির
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত তালিকা থেকে প্রতীক বাছাইয়ের শেষ দিনে এসেও সিদ্ধান্তহীনতায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৯ অক্টোবর) শেষ দিন এবং আজকের মধ্যেই দলটি নিজস্ব প্রতীক বাছাই না করলে কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক নির্ধারণ করে দেবে বলে জানিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, '১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক সম্পর্কে জানাতে হবে। যদি তারা তা না করে, তাহলে কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক দেবে।'

নির্বাচন পরিচালনা বিধিমালায় 'শাপলা' প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কমিশন।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকা থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তবে দলটি বরাবরই জানিয়েছে, তারা 'শাপলা' ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

এদিকে রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছেছে। জানা গেছে, দলটি কমিশনের কাছে আবারও শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানাবে।

কমিশন সূত্রে জানা যায়, সময়সীমা শেষ হওয়ার পর এনসিপি যদি কোনো প্রতীক না বেছে নেয়, তবে বিদ্যমান বিধিমালা অনুযায়ী কমিশন নিজস্বভাবে প্রতীক নির্ধারণ করে দেবে।

সদ্য সংবাদ/এমটি