শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:১২, ২২ অক্টোবর ২০২৫

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই: সিইসি

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই: সিইসি
ছবি: সংগৃহীত

দেশের এই দূরবস্থার মূল কারণ হলো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

বুধবার (২২ অক্টোবর) প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) এ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ইউএনওদের দিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সিইসি বলেন, আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরের সবাই আমরা আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সর্বক্ষেত্রে ও আমার যে গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের ক্ষেত্রে সমন্বয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন, তাই এই সমন্বয়ের বড় দায়িত্ব তাঁদেরই কাঁধে বর্তায়।

নাসিম উদ্দিন বলেন, যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয়, পুলিশ অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয়, জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওর সাথে সমন্বয়, এ সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি করতে হবে। এটার দায়িত্বটা আপনাদেরকে নিজের কাধে নিতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের ওপর যে ধরনের কাজের দায়িত্বে পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।

সদ্য সংবাদ/এসএইচ