শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:১৬, ১৯ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে: হাসনাত আবদুল্লাহ

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে হাসনাত এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে আগারগাঁও থেকে নেওয়া হয় না; তাদের রিমোট অন্য কারও হাতে। তাই তারা কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নয়।'

তিনি আরও বলেন, 'আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।'

সদ্য সংবাদ/এমটি