রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৫৮, ২৬ অক্টোবর ২০২৫

আরপিও-এর ২০ অনুচ্ছেদের বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি

আরপিও-এর ২০ অনুচ্ছেদের বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি
ছবি: সংগৃহীত

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরপিও-এর ২০ অনুচ্ছেদ সংশোধনে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে। দলটি জোটবদ্ধ দলগুলোর নিজের প্রতীকে ভোট দেয়ার সুযোগ বজায় রাখার জন্য অনুরোধ করেছে।

রবিবার (২৬ সেপ্টম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, “বিএনপি মনে করে, জোটবদ্ধভাবে রাজনীতি করার বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদের পূর্বের বিধান বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একই চিঠি সরকারের আইন উপদেষ্টার কাছেও পাঠানো হবে। আমরা আশাবাদী, সরকারের শুভ বিবেক কাজ করবে এবং অনুচ্ছেদটি আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের দল অথবা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করেই নির্বাচনে অংশ নিতে পারবে।”

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব বিবেচনায় জোটবদ্ধ হয়ে নিজ দল বা জোটের অন্য কোন দলের প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। ইতোপূর্বে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোন জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। সুন্দরভাবে নির্বাচন হয়েছে। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোন দাবি করা হয়েছে বলে আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার জন্য কোন দাবি ছিল না। এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি আরপিও-এর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বলেছে, আরপিও-এর ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সাথে একমত পোষণ করে না।

ইসমাইল জবিউল্লাহ আরো বলেন. ‘নির্বাচনে প্রধান পক্ষগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোন আনুষ্ঠানিক আগাম আলোচনা ছাড়াই এমন একটা বড়ো সিদ্ধান্ত গ্রহণ কাম্য নয়। আমাদের কাছে গ্রহণযোগ্যও নয়। এটা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি।

সিইসির সাথে বৈঠকে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ