যে আসন থেকে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী
 
						নাসীরুদ্দীন পাটওয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্মস্থান চাঁদপুর-৫ বা রাজধানীর ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে একটি সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'বড় দলগুলোর রাজনৈতিক প্রচারণার শক্তি বেশি। তাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে এবং তফসিল ঘোষণার আগে প্রতিদ্বন্দ্বীদের কৌশল পরীক্ষা করবে।'
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগে যদি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন, তবে এনসিপি অবশ্যই তাদের আমন্ত্রণ জানাবে।’
এর আগে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবিধান পরিবর্তনের আগপর্যন্ত বর্তমান সংবিধানই আমাদের অনুসরণ করতে হবে।
তিনি উল্লেখ করেন, সংবিধানের কিছু জটিলতার কারণে মাজারে আক্রমণের ঘটনা ঘটে। তিনি কারো ওপর আক্রমণ না করে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
সদ্য সংবাদ/এমটি
 
                                .png) 
    


























