শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২৫ অক্টোবর ২০২৫

কিছু দল জুলাই সনদকে কাগুজে দলিলে পরিণত করতে চায়: আখতার হোসেন

কিছু দল জুলাই সনদকে কাগুজে দলিলে পরিণত করতে চায়: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠলেও কিছু মহল এখন সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। কিছু রাজনৈতিক শক্তি জুলাই সনদের মূল অর্জনগুলোকে শুধুই ‘কাগুজে দলিল’ হিসেবে পরিণত করতে চাইছে বনলেও দাবি করেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “বাস্তবায়ন ছাড়া শুধু সনদ স্বাক্ষরের মধ্যেই যদি সবকিছু সীমাবদ্ধ থাকে, তাহলে এটি কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই থেকে যাবে। এতে জনগণের প্রকৃত অর্জন অধরাই থেকে যাবে।”

তিনি জানান, 'জুলাই সনদ স্বাক্ষরকে এনসিপি মূল লক্ষ্য হিসেবে দেখে না, বরং এটিকে তারা একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে। আমরা মনে করি, জনগণের কাছে বাস্তবায়নের আদেশ সম্পর্কে পরিষ্কার বার্তা দেওয়া। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

এ প্রসঙ্গে তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে, একটি আদেশ জারি, গণভোট আয়োজন এবং পরবর্তী সংসদকে জনগণ কর্তৃক ন্যস্ত ক্ষমতা অর্থাৎ 'Constituent Power' প্রদানের মাধ্যমে একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়ন করা হবে।'

তবে এনসিপি সদস্যসচিব প্রশ্ন তুলে বলেন, 'যে আইনি ভিত্তিতে এই সনদ বাস্তবায়ন হওয়ার কথা, তা এখনো জনগণের সামনে স্পষ্ট করা হয়নি। কখন থেকে এবং কীভাবে সেই ভিত্তি কার্যকর হবে—সেটিও অনিশ্চিত।'

তিনি আরও বলেন, জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারকেই এই সনদ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে আগামীর সংসদকে ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ প্রয়োগের সুযোগ দিতে হবে। সেই সংসদ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬ সালের মধ্যে একটি সংস্কারকৃত সংবিধান ঘোষণা করবে।

আখতার হোসেন জানান, সনদ বাস্তবায়নের পথরেখা জাতির সামনে স্পষ্ট করার লক্ষ্যে এনসিপি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

তিনি বলেন, 'আমরা কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় আলোচনা করেছি এবং আমাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছি।'

এনসিপি কমিশনের কাছে দাবি জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া, বিষয়বস্তু ও পরিধি দ্রুত জাতির সামনে প্রকাশ করতে হবে।

তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি বাস্তবায়ন আদেশ প্রস্তুত করছে। বিষয়টি এনসিপি ইতিবাচকভাবে দেখলেও, আদেশের খসড়া উপস্থাপন না করায় তারা এখনো পুরোপুরি আশাবাদী হতে পারেনি।

সতর্ক করে আখতার হোসেন বলেন, 'কমিশন আন্তরিকভাবে কাজ শুরু করলেও সেটি যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে। তাহলেই এটি আবারও কাগুজে দলিলে পরিণত হবে।'

তিনি বলেন, 'জুলাই সনদ কেবল রাজনৈতিক দলিল নয়, এটি জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন। বাস্তবায়নের আদেশ স্পষ্ট না হলে শুধু গণভোট কোনো সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করতে পারবে না।'

এ সময় তিনি কমিশনকে সর্বাধিক সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ