জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই: আখতার হোসেন
জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জোর দেয়ার তাগিদ দিয়েছি।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে দলটির সদস্য সচিব আখতার হোসেন এ কথা জানান।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে রাখলে চলবে না। সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। বিষয়গুলো স্পষ্ট করতে হবে। এসব দেখে স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিপি।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এনসিপি এখনও শাপলা প্রতীকেই নির্বাচন করার পরিকল্পনা করছে। এ পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট সংক্রান্ত আলোচনা করেনি। তবে প্রয়োজন পড়লে অন্য কোনো দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোট গঠনও সম্ভব।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও কমিশনের অন্যান্য সদস্যরা।
সদ্য সংবাদ/এসএইচ



























