‘শাপলা’ প্রতীকের বিষয়ে নিজস্ব নিয়ম-কানুন মেনে সিদ্ধান্ত নেবে ইসি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবিকৃত ‘শাপলা’ প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন নিজস্ব নিয়ম-কানুন মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সদস্য আবদুর রহমানেল মাসউদ। তিনি বলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মন্তব্য নিয়ে এ আলোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) মান্না জানিয়েছেন, যদি শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া হয়, তাহলে নাগরিক ঐক্য কোনো মামলা করবে না বা কোনো দাবি রাখবে না। এর প্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো পক্ষের অনুরোধ বা আপত্তি শুধু বিবেচনার বিষয় নয়; কমিশন নিজস্ব নিয়ম-কানুন অনুসারে সিদ্ধান্ত নেবে।