শাপলা না পেলে আইনি ও রাজনৈতিক লড়াই: নাসির উদ্দিন
প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রতীক হিসেবে আমাদের একমাত্র দাবি ‘শাপলা’। এটি না পেলে আমরা আইনগত ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই লড়াই করব।”
প্রতিনিধি দলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এনসিপি দলটি ২২ জুন দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে। তবে তার আগেই নাগরিক ঐক্য একই প্রতীক দাবি করে ইসিতে আবেদন জমা দেয়। এই দ্বন্দ্বের মধ্যে নির্বাচন কমিশন গত সপ্তাহে ‘শাপলা’ প্রতীকটি বাদ দিয়ে ১১৫টি প্রতীক তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে।



























