‘অনৈক্যের জন্য ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসলে জাতি আমাদের ক্ষমা করবে না’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় সকলকে এক ঝাঁক হয়ে থাকতে আহ্বান জানিয়েছেন। মতাদর্শ ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের মৌলিক প্রশ্নে ঐক্য বজায় রাখা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, জাতির স্বাধীনতা, সংবিধান ও সার্বভৌমত্ব বাঁচাতে সবাইকে একসাথে রক্ত ও ত্যাগের অঙ্গীকার পালন করতে হবে; অনৈক্যের ফলে যদি ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসে, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না।
তার ভাষ্য, ব্যক্তিগত জীবনযাত্রা ও দীর্ঘ নির্বাসনও তাকে সংগ্রামের থেকে সরে যেতে পারেনি। তিনি স্মৃতিচারণ করে বলেন, কঠিন দিনগুলোতে ঘরবন্দি থাকা, নির্যাতন ও কারাবাস সবকিছু সত্ত্বেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। সালাহউদ্দিন আবেগঘন কণ্ঠে জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও রক্তঝরা স্মৃতিকে ভিত্তি করে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা গড়তে হবে; নতুন প্রজন্মের জন্য প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা গঠনই তাদের লক্ষ্য।



























