প্রতীক তালিকায় নেই ‘শাপলা’, সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল
ভোটের প্রতীক তালিকায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না করায় নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছায় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য সদস্যরা।
জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তফসিল সংশোধনের উদ্যোগ নেয় ইসি। সংশোধিত তালিকায় ‘শাপলা’ প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা আইনি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এনসিপি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে।
এর আগে, ২২ জুন এনসিপি দলীয় নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং আবেদনপত্রে ‘শাপলা’ প্রতীক দাবি করে। একই প্রতীক ১৭ এপ্রিল নাগরিক ঐক্যও চেয়েছিল, যার নেতৃত্বে রয়েছেন মাহমুদুর রহমান মান্না। প্রতীক দাবিকে কেন্দ্র করে দুটি দলই একাধিকবার ইসির সঙ্গে বৈঠকে বসে।
দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির প্রেক্ষাপটে শেষ পর্যন্ত ‘শাপলা’ প্রতীকটি প্রতীক তফসিলে রাখা হয়নি বলে জানা গেছে।
বর্তমানে দেশে ৫০টি দল নিবন্ধিত। প্রতীক তফসিলে বাদ থাকা প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও নতুন দলগুলোর মধ্যে বণ্টন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



























