‘শাপলা’ ইস্যুতে ব্যাখ্যা চাইলে ২ ঘণ্টা নিশ্চুপ নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগামী নির্বাচনে প্রতীক তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে সিইসির সঙ্গে এই বৈঠক করেন তারা। এনসিপি নেতারা বৈঠকে শাপলা প্রতীক না দিতে চাওয়ার ব্যাখ্যা চাইলে ২ ঘণ্টা নিশ্চুপ ছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে কোন ব্যাখ্যা দেননি।
বৈঠক শেষে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোনোটিই দেখছি না। আমরা আশাবাদী শাপলা পাবো, সে বিষয়টি আমরা জানিয়ে এসিছি উনাদেরকে (ইসি)। উনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি, আমরা ধরে নেবো উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনে একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি (শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে)।’
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বেলা ৩টা ৪০ মিনিটে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।



























