এনসিপিকে ‘শাপলা প্রতীক’ দিলে মামলা নয়, প্রতিবাদ করব: মান্না
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেলে মামলা করবেন না, তবে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মান্না প্রথমে লিখেছিলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।’
তবে কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি পোস্টটি এডিট করে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।’
এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, শাপলা প্রতীক নিয়ে রাজনৈতিক ও আইনি জটিলতা রয়েছে। প্রথমে নাগরিক ঐক্য প্রতীকটির আবেদন করলেও তা অনুমোদন পায়নি। পরে এনসিপি শাপলা প্রতীক চাওয়ায় ইসির সিদ্ধান্ত ঝুলে যায়।
মান্নার পোস্টের কারণে এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই। তবে মান্নার সংশোধিত অবস্থান দেখায়, শাপলা প্রতীক নিয়ে এখনো রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।



























