শেখ হাসিনার শাসনব্যবস্থার সঙ্গে বর্তমান খুব বেশি পার্থক্য নেই : রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল এবং গত এক বছর দুই মাসের শাসন ব্যবস্থার মধ্যে তেমন বেশি পার্থক্য নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা চৌদ্দ-পনেরো বছরে দেখেছি, যিনি পিওনের চাকরি করতেন, তিনিও ৪০০ কোটি টাকার মালিক হয়ে গেছেন।’
সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা, যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন, তাদের এপিএস দুর্নীতি ও অন্যান্য অনিয়মের খবর যখন আমরা পাই, তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়, তারপরও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না—এতে মনে পড়ে শেখ হাসিনার সময়ের ঘটনা। তখনও তিনি কেবল পিয়নকে গণভবন থেকে সরিয়েছিলেন, কিন্তু অন্য কোনো আইনগত পদক্ষেপ নেননি। আজকের সরকারের ক্ষেত্রেও একই যত অভিযোগ আসুক, এখন পর্যন্ত আমরা কোনো আইনি পদক্ষেপের নজির দেখি না।’
তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ড. মুহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। কিন্তু এখনো কোনো উপদেষ্টার তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই। একজন দুজন হয়তো বা দিয়েছেন, সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না।’
উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমি যদি একটা এক্সাম্পল ধরি, আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। কিন্তু তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখি নাই।’
সদ্য সংবাদ/এসএইচ



























