শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৪০, ২৫ অক্টোবর ২০২৫

একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই মাদ্রাসার পাঁচ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ওয়াসিম নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী এক শিশুর মা নবাবগঞ্জ থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্ত মো. ওয়াসিম উপজেলার একটি মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে আরও কয়েকটি শিশুকে ধর্ষণের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক মো. ওয়াসিম মাঝেমধ্যেই শিশু শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। ১৫ অক্টোবর ভুক্তভোগী শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। এ বিষয়ে তার মা বারবার শিশুটির কাছে জানতে চায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে ওই শিক্ষকের এমন কাজ সম্পর্কে তার মাকে বলে। এরপর ঘটনা এলাকায় জানাজানি হলে একই গ্রামের আরও চার শিশু এমন অভিযোগ করে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। মাদ্রাসাটির পাশের এক বাসিন্দা বলেন, ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণামধ্যমকে বলেন, এক শিক্ষার্থীর মায়ের এজাহার পেয়ে শুক্রবার রাতে মামলা নেওয়া হয়েছে। ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে একই প্রতিষ্ঠানের একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হওয়ায় পৃথক মামলা নেওয়া হয়নি।

সর্বশেষ