গোপালগঞ্জের ঘটনায় ৪ হত্যা মামলা, আসামি ৬ হাজার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় সেদিনই চারজন নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনার চারদিনের মাথায় চারটি পৃথক হত্যা মামলা হয়েছে, প্রতিটিতেই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ নেতাকর্মীসহ দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।