শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২০ অক্টোবর ২০২৫

বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার, সহযোগী দুই দিনের রিমান্ডে

বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার, সহযোগী দুই দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার অপর আসামি মিঠুন বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার (১৯ অক্টোবর) গ্রেফতার মিঠুন বিশ্বাসকে আদালতে হাজির করলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন সোমবার (২০ অক্টোবর) সকালে সোহেল রোজারিওর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোর রাতে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহেল সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে ওই তরুণী ধর্ষণের শিকার হন। বাসায় ফেরার পথে মদ্যপ অবস্থায় সোহেল রোজারিও তার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং কিছু দূর যাওয়ার পর সহযোগী মিঠুন বিশ্বাস ও বিপ্লব রোজারিও মিলে তরুণীকে অনুসরণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে সোহেল তার নিজ বাসায় নিয়ে যায় এবং সেখানে অপর দুই আসামির সহায়তায় ধর্ষণ করে।

ঘটনার পর গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা (নং-১৯) দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে সাভার ও মিরপুরে বিইউপির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।

ওসি জুয়েল মিঞা বলেন, 'ঘটনার পর থেকেই তিন আসামি পলাতক ছিল। জেলা পুলিশের নির্দেশনায় ডিবি ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সোহেল ও মিঠুনকে গ্রেফতার করেছে। মিঠুন বিশ্বাসকে আদালত দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন।'

পুলিশ জানায়, প্রধান আসামি সোহেল রোজারিওকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সদ্য সংবাদ/এমটি