রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রেস্টুরেন্ট মালিক
রাঙামাটি শহরে এক তরুণীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কসমস রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, জনৈক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।