শরীয়তপুরে শহীদ আব্দুল হাই স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শরীয়তপুরের গোসাইরহাটে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হাই স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন–৩)-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার কোদালপুর ইউনিয়নের বালুরচর বাজার মিনি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বালুরচর বাজার একাদশ ২–০ গোলে মিছির আলী মোল্লাপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মিয়া সাহাবুদ্দিন বাচ্চু মৃধা। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বালুরচরের যুবসমাজ চমৎকারভাবে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে যা দেখে আমি সত্যিই মুগ্ধ। তোমরাই একদিন এই এলাকার সুনাম ফিরিয়ে আনবে। শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তোমরাই আলো ছড়াবে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। ভালো খেলোয়াড় হতে চাইলে আমি পাশে থাকব, কিন্তু তোমাদের ভালো মানুষও হতে হবে যাতে আমরা তোমাদের নিয়ে গর্ব করতে পারি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সেকান্দার এম. এ. দিপু। উদ্বোধন করেন মো. সেলিম আহম্মেদ বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক সাইফুল ইসলাম সালু মৃধা, সমাজসেবক মো. খবির উদ্দিন খোকা মোল্লা, মো. মজিবুর রহমান, ব্যবসায়ী মো. ওসমান বকাউল, রাজনীতিক শাখাওয়াত হোসেন খোকন সরদার এবং চরকুমারিয়া বিএনপি নেতা সম্রাট মোল্লা।
টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নেয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাব্বির মৃধা, আর পরিচালনায় ছিলেন রাজিব আহম্মেদ বেপারীসহ আয়োজক কমিটির সদস্যরা।
সদ্য সংবাদ/ মো. শাহেদ আহমেদ বাবু



























