বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ভুক্তভোগী তরুণী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেন।
ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। তাঁর পরিবার সাভার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলো—সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। অভিযোগে বলা হয়েছে, সোহেল ধর্ষণের মূল অভিযুক্ত এবং বিপ্লব ও মিঠু এ ঘটনায় সহযোগিতা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে তরুণী বাসায় ফেরেন। এসে দেখেন বাসায় তালা ঝুলছে। পরে জানতে পারেন, তাঁর মা তালা দিয়ে পাশের এক চা–দোকানির কাছে চাবি রেখে গেছেন। চাবি নিয়ে বাসার পথে ফিরছিলেন তিনি। পথে সোহেল তাঁর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। কিছু দূর যাওয়ার পর বিপ্লব ও মিঠুও সেখানে আসে এবং তিনজন মিলে তরুণীকে অনুসরণ করতে থাকে।
সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল তাঁকে নিজের বাসায় নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়েছে। এসময় অন্য দুই আসামি সহযোগিতা করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তরুণী উল্লেখ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’



























