রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:১৬, ২৬ অক্টোবর ২০২৫

পাকিস্তান-বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করে যাবে: প্রধান উপদেষ্টাকে জেনারেল সাহির

পাকিস্তান-বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করে যাবে: প্রধান উপদেষ্টাকে জেনারেল সাহির

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দুই দেশের জনগণের বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।”

তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা–করাচি আকাশপথ চালুর সম্ভাবনা রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমন এবং অ-রাষ্ট্রীয় গোষ্ঠীর মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

ড. ইউনূস বলেন, “ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণায় সামাজিক মাধ্যম ভরে উঠেছে, যা বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগ এখন সময়ের দাবি।”

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।