ঢাকায় আসছেন পাকিস্তানি মন্ত্রী, নেপথ্যে কি?
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক আজ রবিবার ঢাকায় আসছেন। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিবেন তিনি।
সোববার (২৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম জেইসি বৈঠক। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকিংসহ অন্যান্য সংশ্লিষ্ট খাত নিয়ে আলোচনা হবে। এই সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।
আরো জানা যায়, জেইসির বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। শুরুতে বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার যোগ দেওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের সফরে ঢাকায় আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী মালিক।
জেইসি বৈঠকের পাশাপাশি আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর দুই দেশের এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে দুই দেশের জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়।
সদ্য সংবাদ/এসএইচ



























