‘এটা দুর্ঘটনা নয় হত্যা, টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না’
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার বলেছেন, ‘এটা মৃত্যু নয়, হত্যা। এটি মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না; সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’
আইরিন আক্তার জানান, তাদের দুই সন্তান রয়েছে এক ছেলে (৪ বছর) এবং এক মেয়ে (৩ বছর), যারা তাদের বাবাকে হারিয়েছে। নিহতের শ্যালক সোহাগ আহমেদ বলেন, আবুল কালামের বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়, যেখানে তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন। আবুল কালাম আগে মালয়েশিয়ায় কাজ করতেন এবং ছয় বছর আগে বিয়ে করেছেন।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।
মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে সরকার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী এই তথ্য জানান।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন, যারা কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনা করবেন।



























