রূপনগরে পুড়ে যাওয়া গার্মেন্টস থেকে ১২ দিন পর নারীর লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পুড়ে যাওয়া গার্মেন্টস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) মেয়ের বাবা এলাকার কয়েকজনের সঙ্গে মিলিয়ে গার্মেন্টসের ভেতরে গিয়ে নিখোঁজ মেয়ের অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করেন। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম জানা যায়নি।
এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল। এর আগে ১৯ অক্টোবর রাতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে নিহত ১৬ জনের মরদেহ শনাক্ত করে পুলিশ এবং ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অগ্নিকাণ্ডটি ঘটে ১৪ অক্টোবর দুপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে। সেইদিনই ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।



























