রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৪৯, ৩ নভেম্বর ২০২৫

মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে, মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন।

ঘোষণার পরপরই সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ‘বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও, কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে লাভলু সিদ্দিকীর সমর্থকরা অভিযোগ করেছেন, ‘ঘোষিত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, যা বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।’

উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা বর্তমানে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

সর্বশেষ