নাম-পরিচয়হীন জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম
রায়েরবাজার গণকবরে শায়িত নাম-পরিচয়হীন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম আসছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে এ কথা জানান তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলেন, 'আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে এবং ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। অস্থায়ী মর্গ স্থাপন করে বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। কার্যক্রম বাস্তবায়নে থাকবে সিআইডি।'
গণঅভ্যুত্থানে শহীদ সবার পরিচয় শনাক্ত করে তাদের নাম শহীদদের তালিকায় যুক্ত করার প্রতি আশাবাদও ব্যাক্ত করেন উপদেষ্টা।
সস্য সংবাদ/এমটি



























