শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান

সরকার পতনে আমেরিকার হাত নেই: শেখ হাসিনা

সরকার পতনে আমেরিকার হাত নেই: শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় দেড় বছর পর গণঅভ্যুত্থান এবং তার সরকারের পতন নিয়ে নতুন মন্তব্য করেছেন। সিএনএন–নিউজ এইটিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্র বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি সংশ্লিষ্টতা নেই। হাসিনা বলেন, `ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই বিদেশি শক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপের দাবি বিশ্বাসযোগ্য মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কও ভালো ছিল।`

ট্রাইব্যুনালে হাজির হাসিনার মামলার রাজসাক্ষী মামুন

ট্রাইব্যুনালে হাজির হাসিনার মামলার রাজসাক্ষী মামুন

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ের অপেক্ষায় রয়েছে। এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে। রায়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম হাসিনার সর্বোচ্চ সাজা প্রদানের দাবি জানিয়েছে।

হাসিনা মামলার রায়ের দিন ধার্য হবে আজ

হাসিনা মামলার রায়ের দিন ধার্য হবে আজ

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। রায়কে ঘিরে রাজধানীর কাকরাইলস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট থেকে সেনা সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

গেজেট থেকে বাতিল ১২৮ জুলাই যোদ্ধার নাম

গেজেট থেকে বাতিল ১২৮ জুলাই যোদ্ধার নাম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকা থেকে ১২৮ জুলাই যোদ্ধার নাম বাতিল করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮জনের গেজেট বাতিল করেছে।

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের সঙ্গে অবিচার করা হবে: অ্যাটর্নি জেনারেল

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের সঙ্গে অবিচার করা হবে: অ্যাটর্নি জেনারেল

গণহত্যার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনাসহ আসামিদের সুষ্ঠু বিচার না হলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি ইতিহাসই অন্যায় করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধ মামলা সংক্রান্ত প্রসিকিউশনের সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের পক্ষে আদালতে দাখিল করা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, `আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।`

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ কবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন পক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই মামলায় পাঁচদিন প্রসিকিউশন পক্ষে ও তিনদিন আসামিপক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্যের জন্য ১৩ নভেম্বর নির্ধারণ করেন। আজকের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার

জুলাই গণঅভ্যুত্থানেসংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্ধারণ হতে পারে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। মিজানুল ইসলাম বলেন, `আজকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে রায়ের জন্য দিন ধার্য করা হবে।`

মনির হত্যা মামলায় হাজী সেলিম ও ছেলে সোলায়মানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মনির হত্যা মামলায় হাজী সেলিম ও ছেলে সোলায়মানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চানখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, হাজী সেলিমের পক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।