বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত, যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় দলটির মনোনয়ন নীতিতে বড় পরিবর্তন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তথ্য অনুযায়ী, ২৩৬ প্রার্থীর মধ্যে ২২৩ জনের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে জানা গেছে, প্রার্থীদের উল্লেখযোগ্য অংশই স্নাতকোত্তর, পিএইচডিধারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিদেশে উচ্চশিক্ষাপ্রাপ্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফ্যাসিবাদ–পরবর্তী 'নতুন বাংলাদেশ' গঠনের প্রতিশ্রুতিকে সামনে রেখে বিএনপি এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাগত যোগ্যতা নয়, জনগণের পাশে দাঁড়ানোর সক্ষমতাই হতে হবে আসল বিষয়।
তালিকা বিশ্লেষণ করে জানা যায়, ঘোষিত প্রার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন ৮৭ জন। এছাড়া স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী শতাধিক প্রার্থীর মধ্যে প্রায় ৪০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের সাবেক শিক্ষার্থী।
বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রায় ১৪ শতাংশ। তালিকায় রয়েছে ২০ জনের বেশি ডাক্তার ও ইঞ্জিনিয়ার, যাদের মধ্যে বুয়েট–রুয়েট গ্র্যাজুয়েটসহ বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীরাও রয়েছেন। পিএইচডিধারীদের মধ্যে রয়েছেন ইমপেরিয়াল কলেজ ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষকও।
প্রার্থীদের মধ্যে আইভি লিগ অ্যালামনাই ড. ওসমান ফারুক (কর্নেল) এবং ব্যারিস্টার নওশাদ জমির (হার্ভার্ড ল স্কুল) এর নাম থাকায় তালিকার প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। সামগ্রিকভাবে বিএনপির নতুন তালিকা একটি বিষয় স্পষ্ট, দলটি এবার উচ্চশিক্ষিত, আন্তর্জাতিকভাবে অভিজ্ঞদের নেতৃত্বে সামনে আনতে চাইছে।
সদ্য সংবাদ/এমটি



























