রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ১৬ নভেম্বর ২০২৫

বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত

বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত, যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় দলটির মনোনয়ন নীতিতে বড় পরিবর্তন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তথ্য অনুযায়ী, ২৩৬ প্রার্থীর মধ্যে ২২৩ জনের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে জানা গেছে, প্রার্থীদের উল্লেখযোগ্য অংশই স্নাতকোত্তর, পিএইচডিধারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিদেশে উচ্চশিক্ষাপ্রাপ্ত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফ্যাসিবাদ–পরবর্তী 'নতুন বাংলাদেশ' গঠনের প্রতিশ্রুতিকে সামনে রেখে বিএনপি এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাগত যোগ্যতা নয়, জনগণের পাশে দাঁড়ানোর সক্ষমতাই হতে হবে আসল বিষয়।

তালিকা বিশ্লেষণ করে জানা যায়, ঘোষিত প্রার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন ৮৭ জন। এছাড়া স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী শতাধিক প্রার্থীর মধ্যে প্রায় ৪০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের সাবেক শিক্ষার্থী।

বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রায় ১৪ শতাংশ। তালিকায় রয়েছে ২০ জনের বেশি ডাক্তার ও ইঞ্জিনিয়ার, যাদের মধ্যে বুয়েট–রুয়েট গ্র্যাজুয়েটসহ বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীরাও রয়েছেন। পিএইচডিধারীদের মধ্যে রয়েছেন ইমপেরিয়াল কলেজ ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষকও।

প্রার্থীদের মধ্যে আইভি লিগ অ্যালামনাই ড. ওসমান ফারুক (কর্নেল) এবং ব্যারিস্টার নওশাদ জমির (হার্ভার্ড ল স্কুল) এর নাম থাকায় তালিকার প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। সামগ্রিকভাবে বিএনপির নতুন তালিকা একটি বিষয় স্পষ্ট, দলটি এবার উচ্চশিক্ষিত, আন্তর্জাতিকভাবে অভিজ্ঞদের নেতৃত্বে সামনে আনতে চাইছে।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়: