জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শেরপুর-২ আসনে নির্বাচনে অংশ নেবেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে পোস্টে জানানো হয়, ‘শেরপুর-২ আসনের জন্য মনোনয়ন নিয়েছেন জুলাই যোদ্ধা এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ভাই।’
পেশায় গাড়িচালক খোকনকে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ পয়েন্ট রেঞ্জ থেকে তার মুখমণ্ডলে গুলি করে।
একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলিতে তার মুখমন্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।
খোকন চন্দ্র বর্মণ বর্তমানে মস্কোতে ফেস রিকন্সট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরেই নির্বাচনী কার্যক্রমে অংশ নিবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শেরপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
সদ্য সংবাদ/এমটি



























