রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের মন্টানায় বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত হওয়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মন্টানায় বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত হওয়ার আশঙ্কা
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের লিঙ্কন এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো হতাহতের সঠিক সংখ্যা বা পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় গণমাধ্যম কেআরটিভি ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক (এমটিএন) দুর্ঘটনার খবর প্রকাশ করে। লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টির শেরিফ লিও ডাটন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি লিঙ্কন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে।

শেরিফ ডাটন বলেন, “বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে গেছেন বলে মনে হচ্ছে না।” তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং লিঙ্কন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানটিতে কতজন যাত্রী বা ক্রু ছিলেন এবং তাদের পরিচয় কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। বিধ্বস্ত বিমানের ধরনও শনাক্তের কাজ চলছে। শেরিফ ডাটন বলেন, “আমরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে কাজ করছি। সব তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) এবং মন্টানা পরিবহন বিভাগও তদন্তে সহযোগিতা করছে। বর্তমানে জরুরি কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল ঘটনাস্থলে পাঠানো হবে।

সর্বশেষ