শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

রাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ 

রাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ 
ছবি: সংগৃহীত

দেশব্যাপী সারাদিন ধরে একের পর এক অগ্নিকাণ্ডের মধ্যে আতঙ্কের রাতে আগুন লাগে পর্যটন শহর কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়—কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ)।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌরসভার কলাতলী ডলফিন মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের জটলায় দমকলকর্মীদের কাজে বাধা সৃষ্টি হয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, দিনভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সিবিআইইউতে আগুন লাগার খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

সর্বশেষ