রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ১২ নভেম্বর ২০২৫

ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীর মাথা ফাটালো প্রধান শিক্ষক!

ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীর মাথা ফাটালো প্রধান শিক্ষক!
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় প্রধান শিক্ষক ফরুক আহমেদের হাতে ডাস্টারের আঘাতে আহত হয়েছেন সপ্তম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (১০ নভেম্বর) উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত ছাত্রীর নাম সাইদা বেগম (১৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্লাসে পড়ানোর সময় কোনো এক কারণে শিক্ষক ফরুক আহমেদ রাগান্বিত হয়ে হাতে থাকা ডাস্টার দিয়ে সাইদার মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে সহপাঠীরা ও স্কুল কর্তৃপক্ষ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে দ্রুত বিচার ও শিক্ষকের বহিষ্কার দাবি করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে, আমরা সে বিষয়ে সতর্ক থাকব।'

ঘটনাটি নিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, 'এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষকই শিক্ষার্থীর ওপর এমন আচরণ করতে পারেন না।'

স্থানীয় সচেতন মহল ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছেন  প্রশাসনের প্রতি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনও নড়েচড়ে বসেছে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ