বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১ অক্টোবর ২০২৫

এখনও রেড সিগন্যাল, প্রার্থী বাছাই একমাত্র হাইকমান্ডের হাতে: এম এ মালেক

এখনও রেড সিগন্যাল, প্রার্থী বাছাই একমাত্র হাইকমান্ডের হাতে: এম এ মালেক
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী এখনো দলের অনুমোদন পাননি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, কেউ কেউ নিজেদের প্রার্থী দাবি করছেন বা গ্রিন সিগন্যাল পাওয়ার কথা বলছেন, কিন্তু প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেবে কেবল দলের হাইকমান্ড।

বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম এ মালেক বলেন, ‘অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ সবুজ সংকেত পাননি, সবাই এখনো লাল সংকেতে আছেন।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন জনগণ আর আওয়ামী লীগকে চায় না।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে জানিয়ে এম এ মালেক বলেন, ‘এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।’