বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ আটক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (০৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটাচোকী নামক স্থানে বিজিবির সিলেট ব্যাটালিয়ন ও বিছনাকান্দি বিওপির যৌথ আভিযানিকদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করে। অপরদিকে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ বিওপির টহলদল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে ৩২টি ভারতীয় মহিষ এবং নিকটবর্তী আরেকটি এলাকা থেকে ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে। আটককৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, 'সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান রোধ মাদকের অনুপ্রবেশসহ সীমান্ত সংশ্লিষ্ট সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান জোরদার করায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
আটককৃত সকল গবাদি পশুর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মো. নাজমুল হোসেন/এমটি



























