চট্টগ্রামে ’জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
 
						চট্টগ্রামের পাহাড়তলীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজন মোহাম্মদ মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)—কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ‘জুলাইযোদ্ধা’ বলে দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও সংগঠনটির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, 'ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে সাধারণ দর্শক ও আমাদের সদস্যরা এর প্রতিবাদ জানায়। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন জুলাইযোদ্ধা আহত হন।'
এদিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, 'স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ঘটনার পর স্টেডিয়াম এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ম্যাচ চলাকালীন এমন সংঘর্ষে সাধারণ দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদ্য সংবাদ/এমটি
 
                                .png) 
    


























