ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়বে তরুণরা: শিবির সভাপতি
তরুণ প্রজন্মই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে ভয়াবহ জুলুমতন্ত্র কায়েম হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে; অনেক ছাত্রের চোখ উপড়ে নির্মমভাবে খুন করা হয়েছে।’
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াপদা মাঠে আয়োজিত সরকারি কেসি কলেজের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারী ও শিশুদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা, মামলা ও নির্যাতনের নৃশংস উদাহরণ তৈরি করেছে ফ্যাসিস্ট সরকার। এসব অন্যায়ের স্মরণে আজকের নতুন প্রজন্মকে আরও বেশি অধ্যয়ন ও প্রস্তুত হতে হবে।’
শিবির সভাপতি বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে। তাদের দ্বারাই প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রব্যবস্থা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যরা।



























