মদপান নাকি অন্য কিছু? মুখ খুলছেন না কেউ
ঝিনাইদহে পূজা উদযাপন করতে গিয়ে চাচার শ্বশুরবাড়িতে মদপানের পর মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেধাবী ছাত্রী নন্দিনী রানী সরকার (১৮)। রোববার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নন্দিনীর মৃত্যু ঘিরে এখন তৈরি হয়েছে ধোঁয়াশা। শুরুতে পরিবার জানায়, তিনি বান্ধবীদের সঙ্গে মদপান করেছিলেন। কিন্তু এখন পরিবার ও আত্মীয়রা কেউই সে বিষয়ে মুখ খুলছেন না। পুলিশ বলছে, নন্দিনীর সঙ্গে কারা ছিল, মদ কে সরবরাহ করেছে, কিংবা অন্যরা মদপান করলেও কেন অসুস্থ হয়নি এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।