জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই এবং এটি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কার্যকর হবে।
শুক্রবার (৩ অক্টোবর) ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের নির্দেশে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের ক্ষেত্রে সরকার আইনগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে প্রশাসনে দায়িত্ব পালনের সময় যারা গুরুতর অপরাধে জড়িত হননি, তারা দেশ ও রাষ্ট্রের স্বার্থে ভবিষ্যতেও দায়িত্ব পালন করবেন।
এর আগে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



























