শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে মন্টু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মন্টু বিশ্বাস ওই গ্রামের মৃত ইন্তাজ আলী বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামান্না গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামান্না গ্রামের দুই বাসিন্দা আবু তালেব ও মুকুলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় মন্টু বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বিশ্বাস বলেন, `হাসপাতালে আনার আগেই মন্টু বিশ্বাসের মৃত্যু হয়েছে।'
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মোবাইল ফোনে সাড়া দেননি।



























