কুড়িগ্রামে কৃষকের ১২’শ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের ১২'শ কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামে। এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগে জানানো হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামের স্থানীয় হাতেম আলীর পরিবারের লিজকৃত জমিতে লাগানো ১২শ কলা গাছ কেটে নষ্ট করে দেয় ওই একই এলাকার নুরুল হক ও তার লোকজন। বিষয়টি দেখার পর হাতেম আলীর শ্যালক হাফিজুর ও তার ছেলে হুমায়ুন কবির অভিযোগ জানাতে থানায় যাওয়ার সময় মারধরের শিকার হন।বর্তমানে তারা ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানান, কি কারনে তারা এতো গুলো কলা গাছ কেটে দিলো বলতে পারছি না। যত সমস্যাই থাকুক এভাবে ফসলের ক্ষতি করা ঠিক হয়নি।
আহত ও ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন কবির ও জমির মালিক আহত হাফিজুর জানান, তিন বিঘা জমি লিজ নিয়ে ১২'শ কলা গাছ রোপন করি। কোনো পূর্ব শত্রুতা না থাকলেও জমি দখলের উদ্দেশ্যে কলা সহ গাছ গুলো কেটে দিয়েছে। আমি দুরে থেকে নিষেধ করলেও তারা শুনেনি। পরে ভয়ভীতি প্রদর্শন করলে আমি সেখান থেকে এসে দুপুর সাড়ে ১২টার দিকে থানায় অভিযোগের উদ্দেশ্যে রওয়ানা হই। পথে হাজি মার্কেটের সামনে আসলে নুরুল হক, আব্দুল হক, ফরজ আলী ও আলামিন সহ আরো কয়েক জন গাছের গুড়ি দিয়ে পথ রোধ করে আমাদের লাঠিসোটা নিয়ে মারধর করে। একটি সিটি ১০০ মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসেন।
তারা বলেন, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিপক্ষ নুরুল হক নুরু বলেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমি মোক্তার চৌকিদারের কাছ থেকে জমি কিনে নিয়েছি। আমার জমির কলা গাছ আমি কেটেছি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘লিখিত অভিযোগের পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আতিকুর রহমান/এমটি



























