মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৪৪, ২৭ অক্টোবর ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মেট্রোরেলসহ বিভিন্ন ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান যথাযথভাবে পরীক্ষা করা জরুরি। এসব প্যাডের গুণগত মানে ত্রুটি থাকলে তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। রিটে এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে মান যাচাইয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এদিকে, রাজধানীতে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবুল কালাম (৩৬)-এর দাফন সোমবার (২৭ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে সম্পন্ন হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবহেলা ও নিরাপত্তা তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ারিং প্যাডের মান যাচাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সদ্য সংবাদ/এমটি