বিএনপি নেতা দিদারুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিদারুল আলম মিয়াজীকে পূর্বে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্য পদ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিদারুল আলম মিয়াজী এবং দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।



























