মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫২, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:৩৪, ২৮ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রী,  ৪৮ দিনেও মেলেনি খোঁজ

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রী,  ৪৮ দিনেও মেলেনি খোঁজ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে তিন মাদরাসা ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা ৪৮ দিন পেরিয়েও রহস্যের জট খুলতে পারেনি। নিখোঁজের দিন রাতেই তারা শহরের রোড এলাকার একটি আবাসিক হোটেলে ওঠে, কিন্তু ভোরের আগেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ ছাত্রীরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপূর গ্রামের জুঁই (১৪), গণকপয়েনর গ্রামের জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার আয়শা সিদ্দিকা (১৩)। তারা ঠাকুরগাঁওয়ের আয়শা সিদ্দিকা বালীকা মাদরাসার ছাত্রী।

মাদরাসা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টায় শেষবার মাদরাসায় দেখা যায় তিনজনকে। ভোর ৫টায় রুমে ডাকলেও তাদের আর পাওয়া যায়নি। মাদরাসার দোতলার বারান্দায় মশারি ঝুলতে দেখে ধারণা করা হয়, তারা নিজে পালিয়ে গেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ১টার সময় তারা রিকশা করে বাসস্ট্যান্ডে যান। এরপর রেলস্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে রোড আবাসিক হোটেলে ভোর ৪টা পর্যন্ত থাকেন। পরে হোটেল থেকে রোড অটোস্ট্যান্ডে ফিরে পীরগঞ্জের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হন। এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি।

হোটেল ম্যানেজার আসাদুজ্জামান ইমন জানান, তিনজন রাতে হোটেলে কিছুক্ষণ থাকার পর বের হয়ে যান। হোটেলের রেজিস্ট্রার খাতায় অতিথির নাম ঠিকানা রাখা না হওয়ায় সঠিক তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজদের পরিবার বলছেন, থানায় গিয়েও, প্রশাসনের দ্বার ঘুরেও কোনো সুরাহা মেলছে না। তামান্নার মা আখলিমা বেগম অভিযোগ করেন, মাদরাসায় নিরাপত্তার ব্যবস্থা ছিল না, বারান্দায় গ্রিলও নেই। আয়শার বোন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়মিত নির্যাতন করতো, যা তাদের পালানোর কারণ হতে পারে।

মাদরাসার প্রধান শিক্ষিকা হামিদা বেগম বলেন, নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছিল, তবে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর খোঁজ পাওয়ার জন্য প্রশাসন সবরকম উদ্যোগ নিয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুতই তারা পরিবারের কাছে ফিরবে।

সর্বশেষ