মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৪, ২৭ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মান্নান

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মান্নান

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এম. এ. মান্নান।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ডসহ শিক্ষাখাতেও কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য কার্ড দিয়ে বিনামূল্যে চিকিৎসা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সারসহ বিভিন্ন সুবিধা পাবেন। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও নানা সুযোগ-সুবিধা দেবে।’

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, গতকাল আমাদের কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন—ঐক্য, ঐক্য, ঐক্য চাই। আমাদের মাঝে ঐক্যই বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট দিতে জনগণকে উৎসাহিত করতে হবে।’

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ মহসিন, সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য জামাল মিয়া, পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মজনু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জসিম উদ্দিন, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু মহুরি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমান উল্লাহ বাচ্চু, ৪নং ওয়ার্ডের সভাপতি দুলাল মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

সর্বশেষ