মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ২৭ অক্টোবর ২০২৫

জাককানইবিতে ‘মদিনার বিষাদ’ নাটক মঞ্চায়ন

জাককানইবিতে ‘মদিনার বিষাদ’ নাটক মঞ্চায়ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার ল্যাবে মঞ্চস্থ হয় নাটক ‘মদিনার বিষাদ’।

রবিবার ও সোমবার (২৬ ও ২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষপ্রয়োগে হত্যার ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।

নাটকের গল্পে দেখা যায়, ইমাম হাসানের স্ত্রী যায়েদা অর্থলোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিনবার স্বামীকে বিষ প্রয়োগ করেন। টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায় নিদারুণ কষ্ট ভোগের পর ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই যায়েদাকে ক্ষমা করে দেন এবং যায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন এ কথা কাউকে জানান না। অন্যদিকে, ইমাম হাসানের শত্রু ইয়াজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে যায়েদাকে হত্যা করে। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণহন্তা যায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দেন।

নাটক নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত সিলেবাসের অংশ হিসেবে পরীক্ষার প্রযোজনার অংশ হিসেবে নাটক মঞ্চস্থ করে আসছে। আমরা শিক্ষকরা পরীক্ষক ও কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। এখানে ২২–২৩ সেশনের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার অংশ এটি। সমসাময়িক ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ নির্যাতন–নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনে গাজাবাসীরা যে নির্যাতনের শিকার হচ্ছে, যুদ্ধের নামে তার প্রতিবাদ জানাতে আমরা এই নাটক মঞ্চস্থ করেছি।’

নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন শিহাব, অনিক ও হিমু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদি, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী ও রিয়া মহন্ত।

 সদ্য সংবাদ/ মো. শাহিদুল ইসলাম সবুজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ