সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪২, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৪৭, ২৭ অক্টোবর ২০২৫

সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ

সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে এ সংঘর্ষে আশুলিয়ার খাগান এলাকায় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর অশোভন আচরণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থিত ড্যাফোডিল শিক্ষার্থীদের এক আবাসিক ভবনে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১২টার পর ড্যাফোডিলের কিছু শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ক্যাম্পাসে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। আরও কয়েকটি যানবাহন ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষ চলাকালে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ভোররাত পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে দীর্ঘ চার ঘণ্টা সংঘর্ষ চললেও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, 'ঘটনার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে।'

এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হোস্টেল ও আবাসিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

সদ্য সংবাদ/এমটি