শাপলা নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই (এনসিপি) আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারে না।
সোমবার (২৭ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাবে এনসিপির জেলা কমিটি ও উপজেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “ আমরা মনে করি, অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লক্ষ্য কেবল নির্বাচনকেন্দ্রিক হওয়া উচিত নয়। আমরা চাই, গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা নিশ্চিত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হোক—ফেব্রুয়ারিতে হলেও এনসিপির কোনো আপত্তি নেই। তবে জুলাই সনদের আইনগত বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া শুধু নির্বাচনের আলোচনা এনসিপির অভ্যুত্থান-পরবর্তী লক্ষ্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি আরও বলেন, ‘ অভ্যুত্থান-পরবর্তী কোনো স্বেচ্ছাচারিতা এনসিপি ও তরুণ প্রজন্ম মেনে নেবে না। আইনগত বাধা না থাকার পরও শাপলা প্রতীক থেকে এনসিপিকে বিভ্রান্ত করা হচ্ছে—এতে আমরা সন্তুষ্ট নই। তাই শাপলাকে এনসিপির আনুষ্ঠানিক প্রতীক হিসেবে দাবি করেই আমরা সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করব এবং শাপলা আদায়ের লক্ষ্যে কাজ চালিয়ে যাব।’
অনুষ্ঠানে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। বিশেষ বক্তব্য দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএইচ



























