গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ
গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জে জেলা শাখার নবগঠিত কমিটি নিয়ে তীব্র অসন্তোষের জেরে নবনির্বাচিত সভাপতি আল আমিন সরদারসহ পদত্যাগ করেছেন ৪৯ জন নেতা।
সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা সভাপতি আল আমিন সরদার।
এর আগে রোববার (২৬ অক্টোবর) রাতে তারা কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে যৌথভাবে পদত্যাগপত্র পাঠান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঘোষিত ৬৩ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি গঠনের সময় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে বলে অভিযোগ পদত্যাগকারীদের।
তারা অভিযোগ করেন, যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই সেখানে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে সম্মিলিতভাবে পদত্যাগ করলেও গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে তাদের বিশ্বাস অটুট থাকবে।
পদত্যাগকারী সভাপতি আল আমিন সরদার বলেন, 'নতুন জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সেই কারণেই আমিসহ ৪৯ সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'
সদ্য সংবাদ/এমটি



























